হিসাবরক্ষককে রড দিয়ে পেটাল পিয়ন!

এখনই সময় :
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ূন কবিরকে পিটিয়ে আহত করেছেন তাঁরই সহকর্মী জুয়েল মিয়া। ওই কার্যালয়ের পিয়ন জুয়েল মিয়া দাবিকৃত বিল না পেয়ে বৃহস্পতিবার সকালে হিসাবরক্ষকের কক্ষে ঢুকেই পেটান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আহত হুমায়ূন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত হুমায়ূন জানান, গত দুই দিন আগে পিওন জুয়েল মিয়া ছয় মাসের রিকশা ভাড়ার একটি বিল জমা দেন। এই বিল নেওয়ার জন্য হুমায়ূনের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। বিল দিতে দেরি করায় গতকাল বুধবার হুমায়ূনকে দেখে নেওয়ার হুমকি দেন জুয়েল। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে এসে হুমায়ূনের কক্ষে ঢুকে তাকে রড দিয়ে পেটাতে শুরু করেন জুয়েল। এ সময় কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সেখান থেকে সটকে পড়ে জুয়েল। নিয়ম অনুসারে যেসব পিওনের সাইকেল আছে তারা রিকশার বিল পাবেন না।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।