বিশ্বের যে ১২ দেশে করোনায় মৃত্যু হয়েছে

এখনই সময় :
বিশ্বে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা একানব্বই হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছে তিন হাজার একশ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত ও আক্রান্ত ব্যক্তির সংখ্যা চীনে। আরো কয়েকটি দেশ রয়েছে যেসব দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
চীন > করোনা সবচেয়ে বেশি আঘাত হেনেছে চীনে। দুই হাজার ৯০০ মানুষ এখন পর্যন্ত মারা গেছেন। যার মধ্যে হুবেই প্রদেশে মারা গেছেন দুই হাজার ৮০০ মানুষ। শুধুমাত্র সোমবারেই ২০২ জন নতুন রোগীকে শনাক্ত করা হয়েছে যা ২১ জানুয়ারী থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন।
ইরান > করোনায় ইরানে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৭। ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দুই হাজার তিন শ ছত্রিশ।
ইতালি> ইতালির উত্তরাঞ্চলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মারা গেছে ৫২ জন। ২ হাজার জন রোগীকে চিহ্নিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া> করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ জন। এ পরিস্থিতিতে গোটা দেশ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুন জে ইন।
জাপান> জাপানে এ পর্যন্ত ৬ জন মারা গেছে।
যুক্তরাষ্ট্র> ১১ টি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত একশোরও বেশি মানুষকে শনাক্ত করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
ফ্রান্সে> ফ্রান্সে এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হংকং> হংকং এ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। দেশটিতে মাস্কের সংকট রয়েছে বলে খবর পাওয়া গেছে।