বিনোদন
ডিনার করতে গিয়ে বিপাকে মালাইকা-অর্জুন

এখনই সময় :
গার্লফ্রেন্ড মালাইকাকে ডিনারে নিয়ে গিয়েছিলেন অর্জুন কাপুর। কিন্তু পরিকল্পনা গেল ভেস্তে। রেস্তোরাঁয় বসে রোম্যান্টিক ডিনারের বদলে পার্সেল নিয়ে ফিরতে হল এই জুটিকে। গত রবিবার এই ধরনের বিপাকে পড়েন তারা।
রবিবারের সন্ধ্যায় হাতে ছিল বেশ কিছুটা সময়। মুম্বাইয়ের এক নামজাদা রেস্তোরাঁতে ওই কাপল যেতেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের স্পষ্ট করে জানিয়ে দেয়, কোনো টেবিলই ফাঁকা নেই। বাধ্য হয়েই খাবারের প্যাকেট বাড়িতে নিয়ে ফিরে এলেন তারা। যদিও পাপারাত্জি পৌঁছে গিয়েছিল সেখানেও। ক্যাসুয়াল টি শার্টে অর্জুন এবং কাট আউট ড্রেসে মালাইকা ধরা দিলেন তাদের ক্যামেরায়।
শুধু মালাইকা-অর্জুন নয়। একই ঘটনা ঘটেছিল জাহ্নবি কাপুরের সঙ্গেও। বিশেষ সূত্র বলছে, এ জন্যই নাকি ছুটির দিনে প্রিয় রেস্তোরাঁতে যাওয়া একেবারেই পছন্দ নয় তিনি।