বিনোদন
শাহনূর যখন পরিচালক

এখনই সময় :
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন অভিনেত্রী শাহনূর—‘একটি বাংলাদেশ’। গল্পও তাঁর, তবে সংলাপ লিখেছেন কমল সরকার। পরিচালনার পাশাপাশি এখানে অভিনয়ও করেন শাহনূর, তাঁর সহশিল্পী আরমান পারভেজ মুরাদ। ২৭ ফেব্রুয়ারি পুবাইলে শুটিং হয়েছে।
শাহনূর বলেন, ‘অনেক দিনের ইচ্ছা পরিচালনা করার। এবার সেটা পূরণ হলো। ইউনিটের সবাই আমাকে খুব সাহায্য করেছেন। আমি নতুন, সেটা কেউ বুঝতেও দেননি। স্বল্পদৈর্ঘ্যটির গল্প বঙ্গবন্ধুকে ঘিরে। তাঁর জন্মশতবার্ষিকীতে এটি আমার নিবেদন।’
‘একটি বাংলাদেশ’-এর পাশাপাশি আরো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শাহনূর ও মুরাদ—‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’, এটির পরিচালক তাজু কামরুল। দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রই প্রযোজনা করেছে শাহনূরের প্রযোজনা প্রতিষ্ঠান মৌ মাল্টিমিডিয়া।