যে ভাষায় উদযাপন করেছেন আকবর আলীরা

এখনই সময় :
বাংলাদেশের যুবাদের বিশ্ব জয়ের ঘণ্টাখানেক পরই আইসিসির ওয়েবসাইটে আপলোড করা ভিডিও মুহূর্তেই লাইক আর শেয়ারের বন্যায় ভেসে যেতে থাকে। সেটি ছিল ড্রেসিংরুমে আকবর আলীদের উৎসব-উদযাপনের ভিডিও। যা দেখে এই কৌতূহল জাগা স্বাভাবিক যে এটি আবার কোনো ভাষা! দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্য, প্রত্যেকেরই উল্লাসের ভাষা ছিল ‘কোপা, কোপা’।
কোপা আমেরিকা বা সুপার কোপার মতো যা ভিনদেশী ভাষা নয়। দলের ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন সোমবার জোহানেসবার্গ থেকে ফোনে জানিয়েছেন, নিজেদের ভাষাতেই উদযাপন করেছেন ক্রিকেটাররা। তিনি বলেন, না, ওটা বিদেশি ভাষা নয়। বাংলাই। জানেনই তো, আমাদের দেশে ‘কোপানো’ বলে বহুল প্রচলিত একটি শব্দ আছে। তা ভারতকে হারানোর আনন্দে ছেলেরা ওই শব্দই ব্যবহার করছিল, ‘কোপা, কোপা’।
সাধারণ্যে এই শব্দটি প্রচলিত হলেও এটি ঠিক ইতিবাচক শব্দ নয়। উৎসবের আতিশয্যে সেটিই এবার ওঠে এলো বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মুখে।