মাজিয়ার বিপক্ষে ড্র করলো আবাহনী

এখনই সময়:
এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটি মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। এই ড্রয়ে প্লে-অফে খেলা কঠিন হয়ে গেলো আবাহনীর। আগামী ১২ ফেব্রুয়ারি মাজিয়ার মাঠে হবে ফিরতি ম্যাচ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচটি ২-২ সমতায় থেকে শেষ হয়। সাদামাটা ভাবেই শুরুটা করে দুই দল। খেলার ৩২ মিনিটে প্রথম আক্রমণে আসে ঢাকা আবাহনী। মামুনুলের কর্নার নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবার হেড গোল পোস্টে গেলে ফিরে আসে। এর ৭ মিনিট পরই মেলসন আলভেসের দ্রুত গতির শট ফিরিয়ে দেন মাজিয়ার গোলরক্ষক।
তবে ৪০ মিনিটে প্রতিপক্ষের আক্রমণে গোল হজম করতে হয় আবাহনীকে। তবে খুব বেশি সময় সেই আনন্দ ধরে রাখতে পারেনি মাজিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পরিশোধ করেন আবাহনীর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মেলসন আলভেস।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের মাথায় মাজিয়ার হাসান নাইজের দূরপাল্লার শট গোলরক্ষক শহীদুল ফিস্ট করলেও এজেকিয়েল ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। তবে খেলার ৭৩ মিনিটের মাথায় পরপর দুটি নিশ্চিত গোল থেকে রক্ষা পায় মাজিয়া।
৮০ মিনিটের মাথায় চিজোবার শটে সমতায় ফেরে আবাহনী। বাকিটা সময় দুই দল চেষ্টা করেও আর কোন গোলের দেখা পায়নি কেউ।