সারাদেশ
দামুড়হুদায় শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা, আটক ১

এখনই সময়:
চুয়াডাঙ্গার দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামের মাঠে নাসির উদ্দিন আহমেদের ৭ বছরের শিশু কন্যা সুমাইয়া খাতুনকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মমিন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে সুমাইয়া স্থানীয় একটি বাগানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ শেষ রাতের দিকে তার লাশ উদ্ধার করে রবিবার দুপুরে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।পরে ময়নাতদন্ত সম্পন্ন হলে রবিবার রাতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে ।
মামলা তদন্ত কর্মকর্তা শেখ মাহবুব হাসান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওইদিন সন্ধ্যায় একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মমিনকে (২০) আটক করা হয়েছে ।