লাইফষ্টাইল
নৈসর্গিক সৌন্দর্যময় পাথরঘাটার বিহঙ্গ দ্বীপ সম্ভাবনাময় পর্যটন শিল্প

আতিক রহমান : বরগুনার পর্যটন সম্ভাবনাময় যতগুলো স্পট আছে, তার ভিতর বিহঙ্গ দ্বীপ অন্যতম। সবুজের হাতছানি আর ছোট ছোট কোমল ঢেউয়ের আমেজ পেতে, পর্যটন তালিকায় বিহঙ্গ দ্বীপটি অল্পদিনেই সুনাম অর্জন করেছে। পাথরঘাটা রুহিতা গ্রাম থেকে ট্রলার যোগে যাওয়া যায় এই সুন্দরের লীলাভূমিতে।
সকাল থেকে বিকাল পর্যন্ত বনাঞ্চল ও চর এলাকার রূপবৈচিত্র্যে কাটিয়ে, আপনারা পেতে পারেন অনাবিল প্রশান্তি। বিহঙ্গ দ্বীপের সবচেয়ে মোহনীয় রূপটি ফুটে ওঠে গোধুলীর সময়ে। যখন পশ্চিমের আকাশে সূর্যটা হেলে পড়ে, বনভূমি অতিক্রম করে আসা রক্তিম সূর্যের মায়াবী আলোতে চরের বালু চিকচিক করে। ক্লান্ত পাখিরা ফেরে ঘরে, এমন সব দৃশ্য প্রকৃতি প্রেমীদের দেয় স্বর্গীয় আনন্দ।
যারা এখনো বিহঙ্গ দ্বীপে ভ্রমন করেন নি, দৈনন্দিন ব্যস্ততার ফাকে একদিন ঘুরে আসতে পারেন পাথরঘাটার এই মন মাতানো পর্যটন স্পট থেকে।