স্পোর্টস
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন মাহমুদউল্লাহরা

এখনই সময় :টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বুধবার রাত ৮টার দিকে একটি বিশেষ ফ্লাইটে (চার্টার্ড ফ্লাইট) করে দেশ ছাড়েন মাহমুদউল্লাহরা।
২৪ তারিখ থেকে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি সিরিজ। অপর দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। যা বাংলাদেশ সময়ে দাঁড়াচ্ছে দুপুর ৩টা।
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর নিয়ে শুরু থেকেই অনীহা প্রকাশ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সরকারের অনুমতির পর শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সম্মতি জানায় বিসিবি। তিন ধাপে পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাহমুদউল্লাহরা।