ঘাটাইলে বিল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

এখনই সময় :টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের একদিন পর মেহের নামে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের শোলাকুড়া বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি হলো শোলাকুড়া গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে মেহের আলী ।
এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু মেহের আলী তার বোনের ছেলে শামিমের (১৩) সাথে খেলতে যায়। রাতে মেহের আলী বাড়ি ফিরে না আসায় সারারাত খোঁজাখুজি করেও তার খোঁজ পায়নি পরিবার। আজ শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে শোলাকুড়া বিলে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই শামিম ও তার বাবা-মা পলাতক রয়েছেন।
নিহত শিশুর পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশটি বিলের পানিতে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাগরদিঘী পুলিশ তদন্তকেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই নিহতের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।