ওরা অটোরিকশায় করে ঘোরে আর ছিনতাই করে

এখনই সময় :নগরের ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালিয়ে টানা পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের হেফাজত থেকে ছিনতাইয়ের মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. এসকান্দর আলম (২৯), মো. সজল মিয়া (২৩) ও মো. জয়নাল আবেদীন (৩০)।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন জানান, সম্প্রতি অটোরিকশাযাত্রী মাহফুজা আলম প্রিমা তাঁর স্বামীর সঙ্গে রিকশাযোগে আগ্রাবাদ বাদামতলী মোড়ের দিকে যাওয়ার পথে জাম্বুরি মাঠে ছিনতাইয়ের শিকার হন। তাঁর ব্যাগে ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইল ফোন ছিল। এ ঘটনায় তিনি মামলা করেন।
মামলার তদন্ত পর্যায়ে বুধবার বেপারিপাড়া এলাকা থেকে এসকান্দর ও সজলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে অস্ত্র জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে ল্যাপটপ ক্রেতা জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের হেফাজত থেকে ছিনতাইকৃত ব্যাগসহ ১৭টি ব্যাগ উদ্ধার করা হয়। তাঁরা অটোরিকশা নিয়ে নগরে ঘুরে বেড়ান এবং সুযোগ বুঝে রিকশাযাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে যান।