রাজনীতি
গণতন্ত্র মুক্ত দিবস পালন করলো আওয়ামী লীগ

এখনই সময় :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে সোমবার। সে উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় গণতন্ত্র মুক্ত দিবস পালন করেছে আওয়ামী লীগ।
গণতন্ত্র মুক্ত দিবসে উপলক্ষে রংপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে র্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ও প্রেসক্লাবে মহানগর আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এছাড়া বাগেরহাট, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় র্যালি, বিজয় মিছিল ও সমাবেশ করা হয়।