আশুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসেন।। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদী কার্যক্রম থেকে দূরে রাখতে আশুলিয়ার নরসিংহপুর অখিল নাগ সুপার মার্কেট এর উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৫টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহন করে আঃ কাদের এর আর্জেনটিনা একাশদ বানাম মোঃ ফজলে রাব্বি (জিকো)-র ব্রাজিল একাদশ।
বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্ট উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ঘড়ির জাদুকর নামে খ্যাত মাইনুল মাজেদিন মিলন। বিশেষ অতিথি ছিলেন ডাঃ অরুন প্রসাদ নাগ, পরান নাগ, শুনিল নাগ, অমর নাগ, কালু নাগ, মোতালেব সরকার, মৃদুল নাগ, খোকন নাগ, অবিনাশ নাগ, ফরিদ-উদ-জামান, মোঃ শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচে আর্জেন্টিনা একাদশকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফজলে রাব্বি জিকোর ব্রাজিল একাদশ ক্রীড়া চক্র। এ ম্যাচ দেখতে ভীড় করেন প্রায় ৩ হাজার ফুটবলপ্রেমী দর্শক। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।