পল্লবীতে “ঋতুরাজ” বরণ
বসন্তের প্রথম প্রহর মিরপুরের পল্লবী সেজেছে বাসন্তীতে, উত্তর পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির সৌজন্যে পল্লবী রেডসান চত্বরে আয়োজিত হলো “পিঠা উৎসব”
ভালোবাসা ও ফাগুনের রঙে নিজেকে রাঙাতে পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির সকল সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজনে বাড়ি মালিক সমিতির সদস্যরা তাদের নিজ হাতে তৈরি পিঠা, মুড়ি, মুড়কি সৌখিন কুটির শিল্পের পণ্য নিয়ে হাজির হয়।
বিকেল নাগাদ মেলা প্রাঙ্গণ রুপ নেয় প্রিয়জনদের মিলনমেলায়। খুদে পল্লবীআনদের কবিতা ছড়া গান ও গানের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। উত্তর পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির
সভাপতি আজহারুল ইসলাম বিপ্লব মোল্লা বলেন, পল্লবীর মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে করতে পারব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম বাপ্পী চৌধুরী এছাড়াও উত্তর পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আরশেদে এনাম সহ অন্যান্য সদস্যরা বক্তব্য প্রদান করেন।
এডিটর ঃসৈয়দ তাওহিদুর রহমান।