মুহুর্তেই রুপ নিল শোকে !!এতদিনের উৎসাহ আনন্দ হঠাৎই রুপ নিলো বিষাদে !! কোনো কারন উল্লেখ না করে ,অনিবার্য কারন বসত নির্বাচনের ৭২ ঘন্টা পূর্বে ঘোষনা এলো নির্বাচন স্থগিত ! আজ বৃহস্পতিবার শেষ বিকেলে চিঠি আকারে সরকারি নিয়মে এ ফরমান জারী করা হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে বিষাদ ও শোকে স্তব্ধ হয়ে গেছে গোটা নির্বাচনীয় এলাকা ও ভোটারগন।
আগামী ১৪ ফেব্রুয়ারী দিন ক্ষন ধার্য্য ছিল মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন। নানা ঘটন অঘটনের ও নাটক মঞ্চস্থ হয়েছে এ নির্বাচন নিয়ে। যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশীত ও টিভি মিডিয়ায় প্রচারিত হয়েছে।
অবশেষে ৭২ ঘন্টা পুর্বে ফরমান জারী করা হয়েছে ১৪ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
আওয়ামীলীগ, বিএনপি,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ,বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাচ জন প্রার্থী মেয়র পদে প্রতিদন্দিতা করছিলেন। এ সকল প্রার্থীর মোটা অংকের অর্থ খরচ হয়েছে এতদিনে। নির্বাচন স্থগিত করা হয়েছে সংবাদ শুনে মুহুর্তেই তারা শোকাহত হয়ে পরেন।