মাস্টার আব্দুল লতিফ ভুইয়া
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী সরকারি পাইলট বিদ্যালয়ের শিক্ষক অব: ,আশোকাঠী সিদ্দিকিয়া জামে মসজিদের সভাপতি আব্দুল লতিফ ভুইয়া (৬৫)আজ শনিবার ফজরের নামাজ বাদে গৌরনদী পৌর সদরের আশোকাঠী মহল্লার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন। মৃতকালে দুছেলে দু মেয়ে রেখে গেছে।
অনেক আগেই স্ত্রী শিক্ষিকা তাহমিনা বেগমকে হারিয়েছেন।
তার বড় ছেলে লন্ডন প্রবাসী আহসান হাবিব মাসুদ ও ছোট ছেলে সেনা বাহিনীর সদস্য মাহতাব হোসেন । বিকেল তিনটায় পাইলট স্কুল মাঠে জানাজা ও বাদ আছর আশোকাঠী সিদ্দিকিয়া জামে মসজিদে নাজার নামাজ শেষে নিজ বাড়ির কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হবে।