শেষ থেকে শুরু করবেন লিটন

এখনই সময় :
৯৫ বলে ৫৩, ১০৫ বলে ১২৬*, ১৪ বলে ৯, ১৪৩ বলে ১৭৬, ৩৯ বলে ৫৯, ৪৫ বলে ৬০*—বিরাট কোহলি বা বাবর আজম নন, এই সর্বশেষ ছয়টি ইনিংসের মালিক বাংলাদেশের লিটন দাস!
বলাই বাহুল্য, সব ফরম্যাটে অসাধারণ সময় কাটাচ্ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টেস্টে লোয়ার অর্ডার বা সীমিত ওভারে টপ অর্ডারে রানের বন্যা বইছিল তার ব্যাটে। কিন্তু করোনা ভাইরাস এসে এই দারুণ ফরমের সময়টা থামিয়ে দিল। লিটন গতকাল বললেন, যে জায়গায় শেষ করেছিলেন, সেখান থেকেই আবার শুরু করতে চান শ্রীলঙ্কায়।
মধ্যের এই সময়টাতে আর সবার মতোই খেলার বাইরে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টায় ছিলেন লিটন। বলছিলেন, ‘লকডাউনে আমি বেশির ভাগ সময় বাসায় ছিলাম যেহেতু মাঠ ব্যবহারের কোনো অনুমতি ছিল না এখানে বা আমার নিজ জেলাতে। আমি চেষ্টা করেছি যে, বাসায় যে কাজগুলো করা যায় জিম এবং ট্রেডমিলে রানিংটা করেছি। পরিবারের সঙ্গে অনেক সময় কাটিয়েছি।’
কিন্তু লিটন এটা বুঝেছেন যে, বাসায় আসলে মাঠের কাজটা হয় না। তাই মাঠকে খুব মিস করছিলেন, ‘আসলে বাসার আর মাঠের যে জিনিসগুলো হয় তার মধ্যে পার্থক্য থাকে। এদিক দিয়ে অনেক কষ্ট লাগছে জিনিসটা যে অনেক দিন ধরে মাঠে যাইতে পারতেছি না, খেলতে পারতেছি না। ঐ সময়টায় আমি নিজের আগের ব্যাটিংগুলো দেখছি, কী কী জিনিস উন্নতি করা যায়।’
অবশেষে সেই অবস্থাটা কাটিয়ে মাঠে ফিরেছেন। এবার লিটন সেরা প্রস্তুতিটা নিতে চান ভালো কিছু করার জন্য, ‘মিরপুরে ফিরতে পারা নিজের অনেক ভালো লাগছে। কারণ অনেক দিন পর ক্রিকেট ব্যাট ধরতে পারতেছি, ব্যাটিং করতে পারতেছি। এটা হলো সবচেয়ে বড় জিনিস উইকেটের মধ্যে বায়টিং করা। এ জিনিসটা অনেক স্বস্তি দিচ্ছে যে, সামনে হয়তো ক্রিকেট আছে এবং আসলেই ক্রিকেট আছে সামনে। চেষ্টা করব সামনে যে সিরিজটা আছে সেটায় এখান থেকে প্রস্তুতি নিয়ে যেন ভালো কিছু করা যায়।’
লিটন মনেপ্রাণে চাচ্ছেন সর্বশেষ সিরিজের সেই মনোযোগটা আবার ফিরে পেতে, ‘আগের সিরিজটা যে মনোযোগ দিয়ে শেষ করেছি এই মনোযোগটা যেন মাঠে আবার ফিরিয়ে আনতে পারি। আমার মনে হয়, মনোযোগ ও নিজের চ্যালেঞ্জটা যদি আবার নিতে পারি যে, আমাকে ভালো কিছু করতে হবে তাহলে মনে হয় সম্ভব ভালো কিছু করা।’