সারাদেশ
পদ্মায় কলাগাছের ভেলায় ভেসে এলো অজ্ঞাত নারীর মৃতদেহ

এখনই সময় :
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে কলাগাছের ভেলায় ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর কচুরিপানার স্তুপের মধ্যে থেকে লাশটি দেখা যায়।
গোদাগাড়ী মডেল থানার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।