সারাদেশ
মাগুরা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কসহ ১০ জন করোনা আক্রান্ত

এখনই সময় :
বুধবার একই দিনে মাগুরা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কসহ ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আজ মাগুরায় ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ৮ জন, শালিখা উপজেলায় একজন এবং শ্রীপুর উপজেলায় একজনের মোট ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৮২ জন এবং মৃত্যু হয়েছে দুইজন। সুস্থ হয়েছে ৪০ জন।
মাগুরায় তিনটি এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সরকারিভাবে এই ঘোষণা দেয়া হয়। এলাকাগুলি হচ্ছে মাগুরা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের খানপাড়া, পিটিআই পাড়া ও একতা কাঁচাবাজার এলাকা।