তিন সিনেপ্লেক্সই বন্ধ ঘোষণা

এখনই সময় :
করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। দেশে এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। দেশের মাল্টিপ্লেক্সগুলো সেই ঘোষণার আওতায় ছিল না।
এবার করোনা আতঙ্কে বন্ধ ঘোষণা করলো দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড়ো মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ ইত্তেফাককে বলেন, ‘স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাই শুক্রবার থেকে বন্ধ থাকবে। আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার। পরিস্থিতির ওপর বিবেচনা করে এরপর আবারও সিদ্ধান্ত নেয়া হতে পারে।’
সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। এর আগে প্রতিষ্ঠানটি করোনায় সচেতনায় বিভিন্ন উদ্যোগ নিয়েছিল।
করোনা ভাইরাসের কারণে চীনে ১ হাজার হল বন্ধ করা হয়েছিল। ফ্রান্স মার্চের প্রথম সপ্তাহে ৩৮টি হলের প্রদর্শনী বাতিল করে। সেই সময়ে ইতালি তাদের অর্ধেক প্রেক্ষাগৃহ বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে দেশটিতে কার্যত সব হল বন্ধ হয়ে যায়।